1 min read

নিজস্ব সংবাদদাতা :  দশ মাস নয়, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সেৌরভ গাঙ্গুলি ৩ বছর থাকতে পারেন। যাতে তাঁর টিম নিয়ে তিন বছরই থেকে যেতে পারেন, তার প্রক্রিয়াই শুরু করে দিলেন বোর্ড সদস্যরা। ১ ডিসেম্বর মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে বোর্ডের সদস্যরা আবেদন জানাবেন বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের। তার মধ্যে অন্যতম, পদের মেয়াদ বাড়ানো।

আগে নিয়ম ছিল, বোর্ড ও রাজ্য ক্রিকেট সংস্থায় কেউ টানা দু’বার একই পদে থাকলে, পরের মেয়াদ কালে তিনি বোর্ডের কোনও নির্বাচনে দাঁড়াতে পারবেন না। সেটা হলে, সৌরভ হয়তো আর ন’মাস বোর্ড প্রেসিডেন্ট পদে থাকবেন। কারণ, তাঁর পদে বসার প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলল। এখানেই প্রশ্ন তুলবেন সদস্যরা। এই নিয়মেরই সংশোধনের দাবি উঠবে। নতুন নিয়মে, বোর্ডের কোনও পদাধিকারী টানা দু’বার একই পদে থাকলে, পরের বার তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেটা হলে, সৌরভ তিন বছর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেই পারেন। অর্থাৎ, ১ ডিসেম্বরের সভায় ‘কুলিং অফ’ নিয়ে আলোচনায় বিশাল সময় যে কাটবে, তা নিয়ে সন্দেহ নেই। শুধু সৌরভ নন, অমিত শাহর ছেলে বোর্ড সচিব জয় শাহেরও মেয়াদ বেড়ে যাবে গঠনতন্ত্র বদল হলে।

এর সঙ্গে ৭০ পার করে ফেলা সদস্যরা বোর্ডের বা রাজ্য সংস্থার কোনও পদে আসতে পারবেন না, এই নিয়ম বদল নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। সেটা হলে, এন শ্রীনিবাসনের জন্য আবার বোর্ডের দরজা খুলে যেতে পারে। ইতিমধ্যেই সব রাজ্য সংস্থার প্রতিনিধিদের বোর্ডের সভায় উপস্থিত থাকার জন্য বার্তা পাঠিয়ে দিয়েছেন সচিব জয় শাহ। রাজ্য সংস্থার এক কর্তার কথায়, ‘১ ডিসেম্বরের সভা নিয়ে আমরা বোর্ডের সার্কুলার পেয়েছি। এতদিন অচল অবস্থা চলছিল। এ বার বোর্ডের হাতে আবার ক্ষমতা ফিরেছে। লোধার নিয়মের রিভিউ নিশ্চয়ই আমরা করব। আমরা নিশ্চিত, বোর্ড সদস্যরা লোধা আইনের কিছু বিষয় বিবেচনা করার জন্য আবার সুপ্রিম কোর্টে আবেদন করার পক্ষেই সায় দেবেন।’

বোর্ডের ইতিহাসে এটা হতে চলেছে ৮৮ তম বার্ষিক সাধারণ সভা। যেখানে মোট ১২ টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। সকাল ১১ টায় শুরু হবে সভা। নিয়ম হল, যে কোনও বিষয় পাস করাতে গেলে ৭৫ শতাংশ সমর্থন চাই। সেটা নিয়ে নিশ্চিতভাবেই কোনও ভাবনা নেই। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই সৌরভ যে ভাবে একের পর এক চমক দিয়ে চলেছেন, গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্টের ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন, মনে করা হচ্ছে, তিন বছর থাকলে ভারতীয় ক্রিকেটের অনেক রূপরেখা বদলে দিয়ে যেতে পারবেন সৌরভ। তাই, তাঁকে চেয়ারে রাখতে মরিয়া হবেন সদস্যরাও।

You May Also Like