কাশ্মীরে জইশ-ই-মহম্মদের ৬ জঙ্গি এনকাউনটারে নিহত হয়েছে

1 min read

কাশ্মীরের আইজি বিজয় কুমারের মতে, নিরাপত্তা বাহিনীর সাথে যৌথ অভিযানের সময় বুধবার সন্ধ্যায় কাশ্মীরের অনন্তনাগ এবং কুলগাম জেলায় দুটি পৃথক এনকাউন্টারে জম্মু ও কাশ্মীর পুলিশের দ্বারা ছয় জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী নিহত হয়েছে। ওই ছয়জনের মধ্যে দুইজন পাকিস্তানি সন্ত্রাসী এবং দুইজন অনন্তনাগ জেলার স্থানীয় এবং অন্য দুজনকে এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় দুইজনের নাম মুফতি আলতাফ ও নিসার আহমেদ খান্দে।

কুলগাম এনকাউন্টারের প্রায় তিন ঘন্টা আগে, সন্ধ্যে ৬.৩০ টার দিকে, অনন্তনাগ জেলার নৌগাম, শাহবাদ এলাকায়, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এবং সিআরপিএফ সদস্যরা সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে। খবরে বলা হয়েছে, রাত ৯.১৫ টার দিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ ভারতীয় সেনা এবং সিআরপিএফ সদস্যদের সাথে কুলগাম জেলার মিরহামা গ্রামে সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান অভিযান চালায়। সন্ত্রাসীরা, সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অস্ত্র দিয়ে গুলি চালাতে থাকে।

দুই ভারতীয় সেনা জওয়ান রোহিত যাদব এবং ইশান্ত, ১৯ আরআর-এর দুই জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক জওয়ান দীপক কুমার আহত হয়েছেন। তিনজনকেই চিকিৎসার জন্য বাদামিবাগের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You May Also Like