চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অবস্থায় ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার এক্সাইড মোড়। নিয়োগের দাবিতে পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু তাঁদের বিক্ষোভ স্থলে পুলিশি ধরপাকড় শুরু হয়। আন্দোলনকারীরা তাতে বাধা দিলে বিরাট উত্তেজনা ছড়ায় উক্ত স্থানে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এদিকে জানা গিয়েছে, আন্দোলনকারী এবং পুলিশি ধ্বস্তাধস্তির মাঝে মাথা ফেটে যায় এক চাকরিপ্রার্থীর। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশের প্রিজন ভ্যানের তলায় শুয়েও অনেককে প্রতিবাদ করতে দেখা যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, হয় নিয়োগ, না হয় মৃত্যু। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। প্রতিবাদ দেখানো প্রায় সকলকে পুলিশ আটক করে।

এরপর আন্দোলনকারীদের বলতে শোনা যায়, যারা দুর্নীতি করছে তাতে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের আটক করা হচ্ছে যারা যোগ্য চাকরি পাওয়ার জন্য। অন্যদিকে, এক্সাইড মোড়ে ধরপাকড় শুরু হলে উত্তেজনা বাড়ে। আবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও চাকরিপ্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখান। যদিও তাদের বক্তব্য, তারা বিক্ষোভ দেখাচ্ছেন না, হকের কথা জানাচ্ছেন। আট বছর ধরে তারা বঞ্চিত।

You May Also Like