বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

0 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছেন মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলি করা হয়েছে। এবার রাজ্য সরকারের কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রীর মতো একাধিক প্রকল্পের কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

আলিপুরদুয়ারে চলতি মাসে নগদ ৫ হাজার টাকা পেতে চলেছেন প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক। এদিন মঞ্চে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, প্রত্যেক বছরই রাজ্য সরকার কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। ২ দফায় সেই টাকা কৃষকদের কাছে পৌঁছে যায়।

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শীতকালীন বৃষ্টিতে যাদের জমির ফসল নষ্ট হয়েছে, যাদের শস্যবিমা করা রয়েছে তারা সকলেই টাকা পেয়ে যাবেন। আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে। ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে পরিষেবা দেওয়া হবে।

You May Also Like