বড় উদ্যোগ নেওয়া হচ্ছে নমোর তরফে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের নানান দুর্নীতি কাণ্ডে এখনও অবধি প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি।

এবার সেই টাকাই গরিব মানুষদের ফেরানোর উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন পিএম মোদী। কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী, রাজ্যের দুর্নীতি বিষয়টি উত্থাপন করেন রানিমা অমৃতা রায়। তখনই মোদী জানান, বাংলা থেকে ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর জন্য আইনি পরামর্শ নিচ্ছেন। এটা গরিব মানুষের টাকা। কেউ শিক্ষক হতে, কেউ আবার ক্লার্ক হতে এই টাকা দিয়েছিলেন।

মোদী বলেন, ‘আমার ইচ্ছা, নতুন সরকার তৈরির পর একটা নিয়ম বানানো কিংবা আইনি ব্যবস্থা তৈরি করা যাতে গরিব মানুষের টাকা যা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে কিংবা তাঁদের থেকে লুঠ করা হয়েছে সেটা যাতে ফেরত দিতে পারি’।

You May Also Like