এনএসজি কমান্ডোর মাইনে কত ? কীভাবে এনএসজি কমান্ডো হবেন ?

1 min read

এবার সন্দেশখালিতে পা পড়ল এনএসজি কমান্ডোদের। তা নিয়েই চলল  দিনভর শোরগোল । বিস্ফোরকের খোঁজে মাঠে নামল অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত রবোট। মাইন ডিটেক্টর নিয়েও চলল তল্লাশি। সন্ত্রাসবাদী হামলা,  দেশের সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে পড়লেই জীবন বাজি রেখে মাঠে নামতে দেখা গিয়েছে এই ব্ল্যাক ক্যাট কমান্ডোদের। এগিয়ে এসেছে এনএসজি-র কমব্যাট ফোর্স। কিন্তু জানেন কী এই এনএসজি কমান্ডোদের বেতন কত হয়? কীভাবে হয় নিয়োগ? 

জানা গিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের বার্ষিক বেতন ১০ লক্ষ টাকার কাছাকাছি। মাসে প্রায় ৮০ হাজার টাকার বেশি। তবে এই বেতন কমান্ডোদের রাঙ্কের উপরেও নির্ভর করে কিছুটা । পদের ভিত্তিতে বেতন ধার্য হয় । সবথেকে বেশি বেতন পান ডাইরেক্টর জেনারেল। সর্বোচ্চ বেতন তালিকায় দ্বিতীয় স্থানে থাকে ইন্সপেক্টর জেনারেল। তারপরেই থাকেন ডেপুটি ইন্সপেক্টর, গ্রুপ কমান্ডার, স্কোয়াড্রন কামান্ডার ও টিম কমান্ডার। 

এরপর টিম কমান্ডারের পর আসেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। তাঁদের আবার তিনটি ভাগ রয়েছে। এনএসজিতে যোগ দিতে গেলে অবশ্যই সেন্ট্রাল পুলিশ আর্মড ফোর্স বা ভারতীয় সেনায় আগে থেকে কাজ করতে হবে। সেখানে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চলে যোগদান প্রক্রিয়া। তারও আবার তিন ভাগ রয়েছে। প্রথমে প্রি-সিলেকশন ট্রেনিং, তারপর কোয়ালিফিকেশন ট্রেনিং, একদম শেষে ফাইনাল অ্যাডভান্সড ট্রেনিং। প্রি-সিলেকশন ট্রেনিংয়ে ৩ মাসের প্রশিক্ষণ চলে। তারপর কোয়ালিফিকেশন ট্রেনিংয়ে ৯ মাসের প্রশিক্ষণ, সবশেষে আরও ৯ মাসের ট্রেনিংয়ের পর হয় ফাইনাল সিলেকশন। 

You May Also Like