গেরুয়া শিবিরের তরফে নেওয়া হলো বড় উদ্যোগ

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেলের পক্ষ থেকে রাম মন্দির দর্শনের জন্য নিয়ে আসা হল বিশেষ প্যাকেজ। আলিপুর থেকে অযোধ্যা যাওয়া-আসা, থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেবে রেল।

মাথা পিছু খরচ পড়বে মাত্র ১৬০০ টাকা। কেন্দ্রীয় রেলমন্ত্রক এই আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে। মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শনের জন্য আপনাকে নাম লেখাতে হবে গেরুয়া শিবিরে। আলিপুরদুয়ার জংশন রেল ষ্টেশন থেকে বিজেপি কর্মীদের নিয়ে একটি ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়।

নামমাত্র টাকায় এদিন ৭৫০ জন বিজেপি কর্মী গেলেন ‘রাম রাজ্যে।’ এই ট্রেনকে সবুজ পতাকা দেখালেন বিজেপি সাংসদ ও বিধায়করাই। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানান, বিজেপি কর্মীদের নিয়ে এমন আরও একটি ট্রেন রওনা দেবে আগামী ৪ মার্চ।

You May Also Like