বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

0 min read

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বর্তমানে শহর কলকাতার পরিবহণ ব্যবস্থায় কলকাতা মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এবার মেট্রো করে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরেও।

দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়োলো লাইনের ৪ কিলোমিটার পথের সমস্ত বাধা সরানো গেছে। এই অংশে যে জমি দখল ছিল তা যশোর রোডে সরিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই মনে করছেন জমি জট মিটে গেলে কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পুজোর আগেই এই লাইনে পরিষেবা শুরু হবে।

যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার ক্ষেত্রে মানতে হচ্ছে একাধিক নিয়ম। পাশাপাশি এখানে রয়েছে ১৭৭ টি বেআইনি কাঠামো। মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের সহায়তায় এই কাঠামোগুলি সরানোর কাজ চালাচ্ছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলে দ্রুত মেট্রোর কাজ অগ্রগতি পাবে।

You May Also Like