আসন্ন ভোটের মুখে বড় ধাক্কা

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ভোটের মুখে বড় সঙ্কটে ‘ইন্ডিয়া’ জোট কংগ্রেসের পর এবার ভাঙন আম আদমি পার্টির অন্দরমহলে। একই সাথে পদত্যাগ করলেন চণ্ডীগড়ের মেয়র।

দিনকয়েক আগেই মেয়র নির্বাচন বিষ্ফোরক মন্তব্য করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে গণতন্ত্রের অপব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়েই ছিল আপ-কংগ্রেস জোট। যেখানে বিজেপির প্রার্থী মনোজ সোনকের ঝুলিতে এসেছিল ১৬টি ভোট সেখানে আপ প্রার্থী কুলদীপ সিং-র দখলে ছিল ২০টি ভোট।

আপ-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও প্রিসাইডিং অফিসার অনিল মসিহ খেলা ঘুরিয়ে দেন। ভোট গণণার দিন অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি‌। পরদিন গণণার সময় আপ কংগ্রেস জোটের ৮টই ভোট বাতিল করে দেন তিনি।‌ ফলে কুলদীপ সিং-র থেকে অনেকটাই এগিয়ে যায় মনোজ সোনক।

You May Also Like