এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখনই দেওয়া হবে না বুস্টার ডোজ

1 min read

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনে পুনরায় কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত মাথাব্যাথা বাড়িয়ে দিয়েছে ভারতের। তাই এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। আরও বেশি করে করোনা পরীক্ষা, টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এই আবহেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজ নিয়ে। ভারতে দ্বিতীয় বুস্টার ডোজ কবে দেওয়া হবে, তা নিয়ে জানাল কেন্দ্র।

ভারত সরকার কোভিড বুস্টার ডোজ নিয়ে পরামর্শ দিয়েছে ইতিমধ্যে। বলা হয়েছে, অনেকেই করোনার দ্বিতীয় ডোজ নেয়নি এবং বুস্টার ডোজেও অনীহা দেখা যাচ্ছে। এরই মাঝে দ্বিতীয় বুস্টার ডোজ কতটা জরুরি হবে তা নিয়ে তর্ক চলছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই দেশে দ্বিতীয় বুস্টার ডোজ চালু হচ্ছে না। কারণ, বর্তমান পরিস্থিতিতে তার প্রয়োজন নেই।

করোনার ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে ভারতে। অনুমান চিন থেকেই তা এসেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা-সহ বিভিন্ন দেশেও এখন এই প্রজাতি নিয়ে আতঙ্ক। তাই অতিরিক্ত সতর্কতা মেনে চলতে চাইছে ভারত। কিন্তু দ্বিতীয় বুস্টার ডোজের যে সময় আসেনি তা পরিষ্কার করা হয়েছে। এখন থেকেই সচেতনতা আবার বাড়িয়ে দিলে তার দরকার পড়বে না।

You May Also Like