দিঘায় আকর্ষণ উদ্যোগ টানতে নয়া উদ্যোগ সরকারের তরফে

0 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা মানেই কাছাকাছির মধ্যে বাঙালিদের মনে সবার প্রথম দিকেই মনে আসে দিঘার নাম। দিঘার সমুদ্র সৈকত চিরকালই টানে আপামর বাঙালিকে। একের পর এক নয়া নির্মান হয়ে চলেছে দিঘায়। তৃণমূল সরকার এই দিঘাকে নতুনভাবে গোয়ার আদলেই গড়ে তুলতে চাইছে।

দিঘায় তৈরি করা হয়েছে সম্প্রীতি নগরী, এটি এমন একটি জায়গা যেখানে দুই সম্প্রদায়ের মধুর মিলন ঘটেছে। এই সম্প্রীতি নগরী গড়ে উঠেছে দিঘার পাশেই রামনগরের ঠিকরায়। হিন্দু ও ইসলাম, এই দুই ধর্মের সহাবস্থান সম্প্রীতি নগরীতে।

এই জায়গায় একই সাথে অবস্থান করে মসজিদ ও মন্দির, তাদের মধ্যে রয়েছে মাত্র ১০ ফুটের দূরত্ব। দুর্গোৎসবের সময় এখানকার মন্দিরে শুরু হয় উৎসব। তেমনভাবে ঈদ, মহরমের দিনগুলিতে গমগম করে ওঠে মসজিদ। এখানে যে মন্দিরটি রয়েছে সেটি জাগরণ সংঘের ও মসজিদটি শাহজাহান মসজিদ নামে পরিচিত সম্প্রীতি নগরীতে। তিন কোটি টাকা ব্যয় করে জায়গাটিকে সাজিয়ে তোলা হয়েছে।

You May Also Like