বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের রহস্য উন্মোচন

1 min read

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের খুন নিয়ে রহস্য দানা বেঁধে ছিল। কলকাতাতে চিকিৎসা করাতে এসেই তার নির্মম মৃত্যু হয়েছিল। জানা গিয়েছিল তাকে নিউটাউনের একটি ভাড়া বাড়িতে ডেকে খুন করা হয়েছিল। তবে ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছিল তা সামনে আসেনি। তবে সেই রহস্য বোধহয় এবার উন্মোচন হল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই গাড়িটির নম্বর WB18 AA 5473। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করে। তারপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি আনা হয় নিউটাউন থানায়। গাড়িটির ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে।

You May Also Like