আলুর দাম নিয়ে বাড়ছে চাপ মধ্যবিত্তদের

1 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিন প্রতিদিন চাহিদা অনুযায়ী আলুর দাম যেন বেড়েই চলেছে। শুধু তাই নয়, আগামী দিনে আলুর দাম আরও ৫-১০ শতাংশ হরে বাড়তে পারে।

শুধু বাংলা নয়, আমাদের দেশের সবচেয়ে বড় আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশেও অবাকজনক ভাবে কমেছে আলু উৎপাদনের মাত্রা। আলু ব্যবসায়ীদের মতে আলুর পাইকারি দাম আগের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে এবং গত বছরের তুলনায় এই আলুর দাম বেড়েছে ৩২.২ শতাংশ।

ইতিমধ্যেই যার প্রভাব পড়েছে কলকাতার খুচরো বাজার গুলিতেও। গড়িয়াহাট এবং মানিক তলার মতো বাজারগুলিতে এপ্রিল মাসেই যে আলু বিক্রি হচ্ছিল ২৬ টাকা কেজি দরে বর্তমানে সেই আলুর দাম বেড়ে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকা মূল্যে।

You May Also Like