বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ

0 min read

বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করলো সেনপাড়ার মিলন বেকারি রোডের বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা রাস্তাটির। এখন বর্ষাকাল, রাস্তায় অবস্থা কঙ্কালসার। রাস্তার মধ্যে বড়ো বড়ো গর্তে বৃষ্টির জল জমে ভগ্ন দশা অবস্থা। গর্তে যখন তখন যে কোন যানবাহন পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানান।

এলাকাবাসী ননী গোপাল সেন বলেন, “দীর্ঘ বছর ধরে এই রাস্তার বেহাল দশা,এলাকার মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার মানুষও এই রাস্তায় চলাচলে দুর্ভোগের শিকার। দিন বাজার থেকে কোনো টোটো, গাড়ি কেউই ভাড়া আসতে চায়না। পুরসভায় বলা সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা চাই এই ভাঙ্গা রাস্তা দ্রুত মেরামত করা হোক। “

এদিন রাস্তা অবরোধের জেরে ঘুরপথে যেতে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের।
টোটো চালক দিনবন্ধু রায় বলেন, “এই রাস্তা ধরে আমরা প্রতিদিনই শহরে যাতায়াত করি কিন্তু রাস্তার এতোটাই বেহাল দশা যে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। তাও জীবনের ঝুকি নিয়ে এভাবেই যাতায়াত করি।” রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মন্ডল। তিনি স্বিকার করে বলেন, “দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তা খারাপ ছিল। তার মধ্যে আমরুদ প্রকল্পের পানীয় জলের পাইপ বসানোর পর। রাস্তা সেভাবে মেরামত হয়নি। তাই বর্ষাকালে কিছু জায়গায় গর্ত হয়ে জল দাঁড়িয়ে পড়েছে। এতে সবার যাতায়াতে অসুবিধা হচ্ছে। রবিবার থেকে এই ভাঙ্গা রাস্তার মধ্যে বেড মিশালি পড়বে। এবং এই রাস্তার কাজ এস্টিমেট করাও হয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা। দপ্তরে টাকা এলে দ্রুত এই কাজ সম্পূর্ণ করা হবে বলে তিনি জানান।

You May Also Like