মেঘালয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করলেন অভিষেক!

1 min read

তৃণমূল কংগ্রেসের লক্ষ্য মেঘালয়ের পুতুল সরকারকে সরিয়ে নিজেদের প্রতিষ্ঠা করা। ঠিক সেই কারণেই মেঘালয়ে সদস্য গ্রহন অভিযানের সুচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বুধবার শিলংয়ের তৃণমূলের কর্মিসভায় দলীয় সদস্য হওয়ার জন্য ৯৬৮৭৭৯৬৮৭৭ নম্বরের উদ্বোধন করলেন অভিষেক। রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন এই নম্বরে মিসড কল(Missed call) দিয়ে তৃণমূলের সদস্য হওয়ার জন্য।

 

এদিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মিসভায় উপস্থিত হয়ে অভিষেক বলেন, “গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিরুদ্ধে লড়বে তৃণমূল। আগামী ৬ মাসের মধ্যে দুর্নীতিগ্রস্থ মেঘালয় সরকারকে উৎখাত করতে হবে। আমি সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। সব জায়গায় সব বাড়িতে আমরা যাব।” একইসঙ্গে তিনি বলেন, “9687796877 নম্বরে মিসড কল দিন এবং দলের সদস্য হোন। আমরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করব। এই দূর্নীতি যুক্ত সরকারকে সরাতেই হবে। এই ৬ মাসে আপনারা আমাকে যখন যেখানে ডাকবেন সেখানে যাব।”

একইসঙ্গে মেঘালয়ের কংগ্রেস ও বিজেপিকে একহাত নিয়ে অভিষেক বলেন, “এটা একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস-বিজেপিকে, বিজেপি-কংগ্রেসকে সমর্থন করে। কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয়। এরজন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ। আমি মুকুল সাংমাকে ধন্যবাদ দেব যে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন। আমার অনুরোধ, বিজেপিকে ওদের পথ দেখিয়ে দিন। সূর্য পূর্ব দিকে ওঠে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই পূর্ব দিক থেকেই।”

 

You May Also Like