রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড়দেবী মন্দিরে সম্পন্ন হলো দেউ দেখা

0 min read

রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড়ো দেবীর দেউ দেখা সম্পুর্ন হলো বড়দেবী মন্দিরে। সোমবার সকালে নিয়ম নিষ্ঠা মেনে বড়ো দেবীর মন্দিরে দেউ দেখা সম্পূর্ণ হয়। এদিন এই বিশেষ রীতিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ দুয়ার বক্সি থেকে শুরু করে আরো অন্যান্যরা। এদিন প্রচুর ভক্ত প্রাণ মানুষ সেখানে ভিড় জমান।

রাজ আমলের রীতিনীতি মেনেই বড়ো দেবীর পূজো হয়ে থাকে প্রত্যেক বছরই।
দেউ দেখার মাধ্যমে এই পূজো সম্পন্ন হওয়ার পর অভয় কুমার বক্সী জানান, রাজ ঐতিহ্য এবং পরম্পরা কে প্রাধান্য দিয়ে ৫০০ বছরেরও বেশি পুরোনো এই পুজোয় গোটা কোচবিহার সহ নিম্ন আসাম এবং পার্শ্ববর্তী জেলার মানুষ একত্রিত হন প্রতিবছর। প্রতিপদ থেকে ঘট স্থাপনের মাধ্যমে বড়ো দেবীর পূজোর সূচনা হয়েছে।

You May Also Like