তালিবান শাসনের বিরুদ্ধে গর্জে উঠছে আফগান নারীরা

1 min read

চলতি বছরের মাঝের দিকেই কাবুল দখল করে তালিবান। তালিবান দখল করতেই ফিরেছে পুরনো স্মৃতি৷ কেড়ে নেওয়া হয়েছে মহিলাদের সমস্ত অধিকার৷ প্রতিবাদে সামিল হয়েছে আফগান নারীরা৷ আফগান সরকারের এহেন সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে মুসলিম বিশ্বেও। বলা হলো, উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চেয়ে মুণ্ডচ্ছেদ ভালো৷

গত বছর অগাস্ট মাসে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পরই সেদেশে ফেরে তালিবান রাজ। প্রথমে মুখোশের আড়ালে নিজেদের বদলে যাওয়া রূপ বিশ্ব দরবারে তুলে ধরেছিল তালিবরা৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে বিষাক্ত দাঁত-নখ৷ সে দেশের উচ্চ শিক্ষামন্ত্রী নেডা মহম্মদ নাদিম ঘোষণা করেছেন, স্কুলে ছাত্রীদের সুনির্দিষ্ট ইউনিফর্ম পরে আসতে হবে।

স্কুল ক্যাম্পাসে তাঁদের সঙ্গে সবসময় একজন পুরুষকে থাকতে হবে। শুধু তাই নয়, সম্প্রতি ফতোয়া জারি করে মহিলাদের জন্য উচ্চশিক্ষার দরজা বন্ধ করে দেয় তালিবান প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদে আফগানিস্তান জুড়ে বিক্ষোভ দেখান মহিলারা।

You May Also Like