প্রধানমন্ত্রীর পর নতুন রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ সারলেন মমতা

1 min read

একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। একই রকম হলুদ গোলাপে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাতকে ‘সৌজন্য’ সাক্ষাৎ বলা হচ্ছে।

দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দিল্লি গিয়ে দেখা করলেন। জানা গিয়েছে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়েছে। যদিও কী কথা হয়েছে তা জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়েছে তাঁর। অনুমান করা হয়েছিল, রাজ্যের বকেয়া নিয়ে এই বৈঠকে মোদীর সঙ্গে আলোচনা করবেন মমতা। পাশাপাশি মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যুতে বৈঠক হতে পারে। সেই নিয়েই আলোচনা হয়েছে বলেই ইঙ্গিত কারণ এই বৈঠকের পরেই রাজ্যের বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা।

জানা গিয়েছে, কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে জানান হয়েছে। মোট বকেয়া অর্থের অঙ্ক জানানোর পাশাপাশি একটি হিসাবও তুলে ধরা হয়েছে এই চিঠিতে।

মমতা জানিয়েছেন, কেন্দ্রের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বকেয়া। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, করের ভাগ, অর্থ কমিশনের হিসেব বাবদ কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি পায় রাজ্য।

You May Also Like