আবার নতুন করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

0 min read

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আগে থেকেই একটি ধারণা তৈরি হয়েছিল যে, চিনে ডিসেম্বরের প্রথম ২০ দিনে চিনে প্রায় ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হবেন! শেষ তথ্যে জানা গিয়েছিল, সেদেশে প্রতি দিন কোভিডে আক্রান্ত হচ্ছেন প্রায় সাড়ে ৩ কোটি মানুষ। এখন জানা গেল, পরিস্থিতি এমন হয়েছে যে চিনের অনেক হাসপাতালে বেড তো দূর, কোভিড রোগীর মাটিতেও জায়গা হচ্ছে না।

স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। অনেক করোনা আক্রান্ত রোগীদের আর হাসপাতালে জায়গা হচ্ছে না। আইসিইউগুলিতে উপচে পড়ছে রোগীতে। তাই বাধ্য হয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে অনেক রোগীদের। পাশাপাশি যাদের অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাদের হাসপাতালের করিডরে রাখা বেঞ্চে বা মেঝেতে বিছানা করে চিকিৎসা চলছে।

এমনকি সেখানেও জায়গা দেওয়া না গেলে গুরুতর অসুস্থ কিছু রোগীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সোজা শ্মশানে। তাজ্জব করার মতো বিষয়, শ্মশানও এমন রোগীতে উপচে পড়ছে। এছাড়া অক্সিজেন নিয়েও সমস্যা তৈরি হয়েছে চিনে। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। শুধু সংক্রমণ নিয়ে যে চিন্তা তা নয়, লাগাতার মৃত্যুও বাড়ছে চিনে। ইতিমধ্যেই আবার চিনের বিরুদ্ধে কোভিড তথ্য লুকানোর অভিযোগ উঠেছে। সেই নিয়ে আলাদা বিতর্ক।

You May Also Like