ফের চিন্তা বাড়ছে সংক্রমনের সংখ্যা

0 min read

কিছুটা স্বস্তির পর আবারো চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক মহলে। কিছুদিন চিন্তা মুক্ত হওয়ার পর আবারও বাড়ছে দেশের দৈনিক করনা সংক্রমণ। আবারও চোখ রাঙাচ্ছে দৈনিক আক্রান্ত এবং মৃত্যু। যা অত্যন্ত উদ্বেগের বলে মত স্বাস্থ্যকর্তাদের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪২ হাজার ৭৬৬ জন। নতুন আক্রান্তের নিরিখে গত ২৪ ঘণ্টায় শীর্ষে রয়েছে কেরালা। ওই রাজ্যে শুক্রবার ১৩ হাজার ৫৬৩ জন সংক্রমিত। পাশাপাশি, মহারাষ্ট্রেদৈনিক আক্রান্তের হার ৮ হাজার ৯৯২ জন। সংক্রমণ বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, আসামেও। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৯১৬ জন। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন।

কোভিডে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যেই। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে।

You May Also Like