গুয়াহাটিতে কেবিন ক্রু নিয়োগ করবে এয়ারএশিয়া

1 min read

এয়ারএশিয়া ইন্ডিয়া গুয়াহাটিতে কেবিন ক্রু নিয়োগের ড্রাইভ ঘোষণা করেছে। এয়ারএশিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের  মাধ্যমে airasia.co.in/jointhecrew-এ রেজিষ্ট্রেশনের আমন্ত্রণ জানিয়েছে৷ উল্লেখ্য, এয়ারএশিয়া ইন্ডিয়া প্রতিদিনের সরাসরি ফ্লাইটের মাধ্যমে গুয়াহাটিকে বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই এবং ইম্ফলের সাথে সংযুক্ত করে। এছাড়াও এয়ারএশিয়া গুয়াহাটি থেকে গোয়া, হায়দ্রাবাদ এবং লখনউয়ের মধ্যে সুবিধাজনক সংযোগকারী ফ্লাইটও অফার করে।

৬ অক্টোবর কিরণশ্রী গ্র্যান্ডে নিয়োগ ড্রাইভ অনুষ্ঠিত হবে। স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা প্রাক-ইউনিভার্সিটি কোর্স সার্টিফিকেশন (১০+২) প্রার্থীরা এই নিয়োগ ড্রাইভের জন্য  আবেদন যোগ্য। এছাড়াও  প্রার্থীদের  নির্ধারিত উচ্চতা এবং বডি মাস ইনডেক্স (বিএমআই) মানদণ্ডও পূরণ করতে হবে।

২০২২ সালে এয়ারএশিয়া ইন্ডিয়া উন্নত গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে দিল্লি, বেঙ্গালুরু, পুনে, দেরাদুন এবং লখনউ থেকে  কেবিন ক্রু নিয়োগ করে। নির্বাচিত প্রার্থীদের ১০০ দিনের কেবিন ক্রু প্রশিক্ষণর জন্য মেডিকেল এবং ব্যাকগ্রাউন্ড চেকিং হয়।

You May Also Like