জলমগ্ন উপকূলবর্তী সমস্ত অঞ্চল

1 min read

নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের শুরু থেকেই অতিভারী বৃষ্টির আবহাওয়া রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি। ভারী বৃষ্টির ফলে প্রবল জলোচ্ছাসের সৃষ্টি হয়েছে। পর্যটকের দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সমুদ্রে মত্স্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথির বিস্তীর্ণ এলাকা। জল-যন্ত্রণা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও। একই ছবি শঙ্করপুর, মন্দামণিতেও! বৃষ্টির জেরে আবহাওয়া খারাপ থাকায়, সৈকত শহরে এসে বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেক বাড়িতে জল ঢোকায় দুর্ভোগে বাসিন্দারা। 

এদিকে, ঝাড়গ্রামের সাঁকরাইলে রাস্তার উপর দিয়ে বইছে কেলেঘাই নদীর জল। ডুলুং, সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে প্লাবণের আশঙ্কা। ইতিমধ্যেই চাষের জমি জলমগ্ন হওয়ায় মাথায় হাত কৃষকদের। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়। 

You May Also Like