চলতে থাকা যুদ্ধ পরিস্থির মাঝেই ইউক্রেনের আকাশে রাশিয়ার এক মোক্ষম অস্ত্র

1 min read

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ইউক্রেনের আকাশে অনবরত চক্কর কাটছে ‘হোয়াইট সোয়ান’ বা সাদা রাজহাঁস৷ বিশ্বদরবারে তাকে নিয়ে চর্চাও বিস্তর৷ এটা রাশিয়ার হাতে থাকা এক মোক্ষম অস্ত্র৷ যার পোশাকি নাম টুপোলেভ টিইউ-১৬০এম। এটি একটি সুপারসনিক বোমারু বিমান।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ‘স্ট্র্যাটেজিক বম্বার’-এর সফল উড়ানের কথা ঘোষণা করেছে মস্কো৷ বলা হয়েছে, পরমাণু অস্ত্র নিয়ে সফল ভাবে আকাশে ডানা মেলছে টিইউ-১৬০এম। এই রাজহাঁসের শক্তি দেখেই রুশ প্রতিরক্ষা দফতর আরও ২৫ জোড়া বিমানের বরাত দিয়েছে নির্মাতা সংস্থা ‘ইউনাইটেড এয়ারক্র্যাফ্‌ট কর্পোরেশন’-কে। কিয়েভকে পাখির চোখ করেই রাশিয়ার এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

টিইউ-১৬০এম আসার আগে সোভিয়েত রাশিয়ার হাতে ছিল এটির পূর্ববর্তী সংস্করণ টিইউ-১৬০৷ এই সিরিজের মোট ৩৯টি বোমারু বিমান বানিয়েছিল ‘কাজান এয়ারক্র্যাফ্‌ট প্রোডাকশন অ্যাসোসিয়েশন’। যা পশ্চিমি দুনিয়ায় ‘ব্ল্যাকজ্যাক’ নামে পরিচিতি পায়। এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগামী সুপারসনিক বোমারু বিমান৷ এর অন্যতম বৈশিষ্ট্য হল, এটি প্রতিকূল আবহাওয়া এবং যে কোনও ভৌগোলিক অবস্থানের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল নিশানা করতে পারদর্শী৷

You May Also Like