অ্যামওয়ে ইন্ডিয়া তে- মহিলা উদ্যোক্তাদের ১২ মিলিয়ন এমএসএমই ইউনিট

1 min read

দেশের অন্যতম শীর্ষস্থানীয় FMCG কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া দেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সাথে ইক্যুইটি গ্রহণ করেছে। মাসব্যাপী নারী দিবস উদযাপনের জন্য গ্লোবাল থিমের সাথে একটি সিরিজ ইভেন্টের আয়োজন করেছে অ্যামওয়ে ইন্ডিয়া । কোম্পানিটি সকল উচ্চাকাঙ্ক্ষী নারীদের সুস্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার সাথে তাদের স্বপ্ন পূরণের জন্য একটি শক্তিশালী বার্তা দিয়েছে। 

অ্যামওয়ে ইন্ডিয়াতে- মহিলা উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ১২  মিলিয়নেরও বেশি মাইক্রো, ছোট এবং মাঝারি উদ্যোগ (এমএসএমই) ইউনিট রয়েছে। তাদের সাফল্যের মুল কৃতিত্ব মোবাইল ও ইন্টারনেটের। যা এই বছরের আন্তর্জাতিক নারী  দিবসের থিমের সাথে সামঞ্জস্য পূর্ণ।  Amway তার সরাসরি  বিক্রয় অংশীদারদের মধ্যে ৬০% এরও বেশি নারীদের উন্নতি ও বিকাশের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করেছে। 

অ্যামওয়ে ইন্ডিয়ার ইস্ট অ্যান্ড ওয়েস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দ্র চক্রবর্তী বলেন, দেশ ও জাতির অগ্রগতির  মেরুদণ্ড হল নারীদের ক্ষমতায়ন ও অগ্রগতি। তাই নারীদের ক্ষমতায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

You May Also Like