অ্যামওয়ে ইন্ডিয়ার নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস

1 min read

দেশের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া ‘ফুড ফর স্পেশাল ডায়েটারি ইউসেজ স্পেস’ ক্ষেত্রে তাদের অবস্থান আরও মজবুত করতে নিয়ে এলো নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস। ক্ষয়িষ্ণু অস্থি বিশিষ্ট ব্যক্তিদের জন্য আনা হয়েছে নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস। এর সঙ্গে অবশ্য সুষম খাদ্যও গ্রহণ করতে হবে। এর অভিনব ফর্মুলায় রয়েছে কোয়ের্সেটিন ও লিকোরিসের বিশেষ মিশ্রণযুক্ত ভিটামিন ডি৩, ভিটামিন কে২, যা ক্ষয়িষ্ণু অস্থিবিশিষ্ট ব্যক্তিদের পক্ষে উপকারী। কোয়ার্সেটিন ও লিকোরিসের নির্যাসের উপাদান সমৃদ্ধ এই প্রোডাক্টটি ‘বোন ডেনসিটি’ ও ‘কোলাজেন প্রোডাকশন’ বৃদ্ধি করে এবং ‘বোন ফর্মেশন’-এ সাহায্য করে।

অ্যামওয়ের বিশ্ববন্দিত ‘ইনোভেশন অ্যান্ড সায়েন্স টিম’ এই ‘লিকোরিস অ্যান্ড কোয়ার্সেটিন ব্লেন্ড’-এর পেটেন্ট ও মূল্যায়ণ করেছে, যা বিখ্যাত এলসেভিয়ার জার্নালে প্রকাশিত হয়েছে। এই টিম বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে গ্রাহকদের এযাবৎ অগ্রাহ্য হয়ে থাকা চাহিদা পূরণ করে চলেছে উদ্ভাবনী প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে।

You May Also Like