দুর্নীতি কান্ডে এবার তলব আরও এক বিধায়ককে

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বেশ কিছুদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর।

কেন্দ্রীয় এসেন্সির নজরে এসেছে রাজ্যের একের পর এক নেতা বিধায়ক। এরই মধ্যে এবার স্ক্যানারে শাসকদলের আরও এক বিধায়ক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর।

আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে তাকে আয়কর ভবনে হাজিরার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। জানা যাচ্ছে, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত গরমিলের অভিযোগ সামনে এসেছে বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি বিধায়কের ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে তাকে তলব করা হয়েছে।

You May Also Like