আবারও এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো

0 min read

সম্প্রতি দেশে ঘটে গিছিল মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাই গামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। এই স্মৃতিকে উস্কে দিয়েই আবারও একবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশবাসী। বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে ঘটেছে এই রেল দুর্ঘটনা।

বিজিয়ানগরম ক্রশ করছিল বিশাখাপত্তনম থেকে রায়গড়াগমী প্যাসেঞ্জার ট্রেনটি। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এরপর তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। এক্সপ্রেসের ধাক্কায় প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। পালাসা এক্সপ্রেসেরও দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

নিহতদের সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও তা ইতিমধ্যেই ৬ পেরিয়েছে। শতাধিক যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। উল্লেখ্য, মাস কয়েক আগেই বালেশ্বরে দু’টি ট্রেন এবং একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৮০ জন।

You May Also Like