আবার নিহত হলো দুই আল বদর জঙ্গি

1 min read

আবার উত্তপ্ত পরিস্থিতিটির সৃষ্টি হয়েছে পুলওয়ামায়৷ ফের এনকউন্টার পুলওয়ামায়৷ রাতভর গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীর৷ নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম জিহাদি জঙ্গি গোষ্ঠী আল বদর-এর দুই সন্ত্রাসবাদী। চলতি বছর উপত্যকায় পরিযায়ী শ্রমিকদের উপর যে হামলা হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিল এই দুই জঙ্গি৷ ওই হামলায় মৃত্যু হয়েছিল একাধিক পরিযায়ী শ্রমিকের৷

কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানান, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মিতরিগাম এলাকায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় নিরাপত্তাবাহিনী। তাদের ধরতে দ্রুত রণকৌশল ছকে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী৷ গভীর রাতে জঙ্গি ঘাঁটিতে হানা দেয় পুলিশ, আধাসেনা ও ফৌজের একটি যৌথবাহিনী। নিরাপত্তাবাহিনী তাদের ঘিরে ফেলেছে বুঝতে পেরেই গুলি চালায় সন্ত্রাসবাদীরা৷ মোক্ষম জবাব দেয় বাহিনী৷ নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গীর৷ আইজিপি জানান, নিহত দুই জঙ্গীর নাম আইয়াজ হাফিজ ও শাহিদ আয়ুব। তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে৷  ওই এলাকায় এখনও ২-৩ জন জঙ্গি গা ঢাকা  দিয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ তাদের কোণঠাসা করে ফেলেছে নিরাপত্তাবাহিনী৷  চলছে চিরুণি তল্লাশি৷

কাশ্মীর উপত্যকায় ফের সক্রিয় হতে শুরু করেছে পাক মদতপুষ্ট আল বদর জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর উপত্যকায় বেড়েছে জেহাদি কার্যকলাপ৷ এমনকী পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে শুরু করেছে জঙ্গিরা। তবে লাগাতার সেনা অভিযান বারবার বানচাল হয়েছে নাশকতার ছক৷ ২০২১ সালের মার্চ মাসে খতম হয় ‘আল বদর’ প্রধান গানি খোয়াজা।

You May Also Like