ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

1 min read

আজ দু’ঘণ্টা স্বাস্থ্যপরীক্ষা করার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে।শেষ শুনানি। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালতে। তবে সূত্রের খবর, শুনানিতে ইডির তরফ থেকে জানানো হয়েছে, ‘ যা পাওয়া গিয়েছে তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।’ অর্পিতার ফ্ল্যাটে শনিবারর আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র। গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই গ্রেপ্তার করা হয় অর্পিতা মুখার্জিকেও। আজ শারীরিক পরীক্ষা করার পর ব্যঙ্কশাল আদালতে তোলা হয়েছিল তঁকে।

 

যদিও তাঁর বাড়ি থেকে প্রাপ্ত বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে এখনও নিশ্চুপ তিনি। আদালতে তোলার আগেই জানিয়েছিলেন তাঁর ভরসা আছে আদালতের ওপর, আইনের ওপর। এমনকি তৃণমূলের দাবিতে একপ্রকার সিলমোহর দিয়েই দাবি করেছিলেন, কোনও দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই অর্পিতার।

আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে। শুনানি শেষ হয়ে গিয়েছে। আদালত রায়দান স্থগিত রেখেছে। ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, অর্পিতার বিপুল পরিমাণ টকার উৎস কী? তার উত্তরের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সূত্রের খবর, ইডি জানতে চায়, অর্পিতা কাদের মাধ্যমে কোথা থেকে পেয়েছিলেন এতো টাকা? উদ্ধার হওয়া মোবাইলগুলি কোন কাজে লাগত? নজরে রয়েছে অর্পিতার বিদেশ ভ্রমণও।

You May Also Like