ফের আদালতের প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত কিছু সময়ে অযোগ্য নিয়োগ নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

এরই মাঝে ফের অযোগ্যকে চাকরি দিয়ে কলকাতা হাই কোর্টের তোপের মুখে এসএসসি। মামলাকারী তারিফ আলির অভিযোগ এসএসসির মেধা তালিকায় স্থানও পেলেও নিয়োগপত্র পাননি তিনি। উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা তারিফ ২০১২ সালে রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট (আরএলএসটি) দিয়েছিলেন।

এরপর মেধা তালিকায় নামও উঠেছিল, তবে নিয়োগ মেলেনি। বিচারপতি বসুর নির্দেশ, মামলাকারীর অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে স্কুলে সার্ভিস কমিশনকে হলফনামা জমা দিতে হবে। জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

You May Also Like