কথা মতো চাকরি দিলো অস্ত্র হাতে তুলে নেওয়া মানুষদের

1 min read

কথা মতোই হলো কাজ। ঘোষণা করেছিলেন আগেই এবার সেই কথা মতো তা কার্জকরীও করলেন মুখ্যমন্ত্রী। বন্দুক হাতে নিয়ে সমাজ বদলে ফেলার চিন্তা ভাবনা থেকে সাধারণ ভাবে সমাজের সাথে চলে মূল স্রোতে ফেরার ভরসা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সব মাওবাদীরা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরতে চেয়েছেন বা ফিরেছেন, তাদের মধ্যে ২২০ জনকে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগ করল রাজ্য। ইতিমধ্যেই মোট তিন ধাপে প্রায় ১৩০০ জনকে চাকরি দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার চতুর্থ ধাপে নেতাজি ইন্ডোর থেকে ভার্চুয়ালি ওই চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে চেষ্টা শুরু হয়েছিল প্রশাসনিক উদ্যোগে মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা।  

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক কার্যালয়ে একটি অনুষ্ঠান দেখানো হয়। সেখানে সংশ্লিষ্ট পুলিশ সুপার ও জেলাশাসকের উপস্থিতিতে প্রাক্তন মাওবাদীদের হাতে ওই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ঘোষণা হয়েছিল একাধিক পুনর্বাসন প্রকল্পেরও। এরপর থেকে একাধিক মাওবাদী আত্মসমর্পণ করেছেন রাজ্যে। এখনও পর্যন্ত ২০০০ জনকে এই চাকরি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৩০০ প্রাক্তন মাওবাদী ও ৫০০-র বেশি রয়েছেন যাদের পরিবারের কেউ না কেউ মাওবাদী আক্রমণে মারা গিয়েছেন। তবে কেন্দ্র বা অন্যান্য রাজ্য— যাদের মাথার দাম ধার্য রয়েছে তাদেরকে পৃথকভাবে দু’লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়া হয়েছে তিন বছরের জন্য।

You May Also Like