প্রতারণার অভিযোগ সামনে আসতেই মমতার সুরে সুর মেলালেন মহুয়া

1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এবার সুর মেলালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিন বৃহস্পতিবার ফেসবুক পোস্ট করে মহুয়া জানিয়েছেন,মুখ্যমন্ত্রী বার বার বলছেন যে দলকে সামনে রেখে কোনও রকমের তোলাবাজি করা যাবে না—চাকরি দেওয়ার নাম করে, টেট প্যানেল-এ নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ যদি মানুষকে প্রতারণা করে তবে, নির্ভয়ে এখুনি পুলিশ বা আমার অফিস এ লিখিত অভিযোগ করুন।’ তাঁর কথায়, ‘ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনও কারণ নেই। যতই প্রভাবশালী হন না কেন, এক দিন না এক দিন ধরা পড়বেনই—তাই দয়া করে এগিয়ে আসুন, চলুন এই চক্রগুলিকে বন্ধ করি।’ 

উল্লেখ্য, গতকাল প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দলের যত বড়ই নেতা হন না কেন, দুর্নীতিতে নাম জড়ালে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। প্রসঙ্গত, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপসকুমার সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে দল যথেষ্ট ‘অস্বস্তি’তে রয়েছে। তৃণমূল সূত্রে খবর, প্রশাসনের পাশাপাশি দলও আলাদা করে তদন্ত করছে। স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে ইতিমধ্যেই প্রতারিতদের ডেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই সাংসদ মহুয়ার ফেসবুকে লেখা বার্তাটি যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

You May Also Like