ক্রমশ শক্তি হারচ্ছে অশনি, এই ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

1 min read

শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে এলেও, বাংলায় পৌঁছনোর আগে নিজের প্রভাব হারাবে অশনি! তবে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার ও পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এখন তা উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে। মঙ্গলবার পৌঁছবে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। এরপর অভিমুখ বদল করে, ঘুরবে, উত্তর-পূর্ব দিকে। ক্রমে এগিয়ে আসবে, ওড়িশা উপকূল বরাবর। তবে, বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বল হবে, সাইক্লোন। অতিশক্তিশালী ঘূর্ণিঝড় ৩৬ ঘণ্টার মধ্যে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এদিকে অশনির আশঙ্কায় চেন্নাই বিমানবন্দরে বাতিল করা হয়েছে বিশাখাপত্তনম, জয়পুর, মুম্বই-সহ ১০টি উড়ান। আবহাওয়া দফতর সূত্র মারফত আরও জানা গিয়েছে, সাইক্লোনের ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা না থাকলেও ঘূর্ণিঝড়ের জেরে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই ৫ জেলায় ।

দুই ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
কলকাতা
হাওড়া
নদিয়ায়

You May Also Like