তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার ব্যাটার

1 min read

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য লখনউ ম্যাচটা একেবারেই ভাল যায়নি। একে ম্যাচে হার। তার উপর আবার ভুল আউট।দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৭০ রানে ৬ উইকেট হারায়। টপ অর্ডারে কেউ রান পাননি।এমন অবস্থায় স্টোইনিসের আউট নিয়ে তৈরি হল বিতর্ক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে ক্যামেরন গ্রিনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল মার্কাস স্টোইনিসকে। কিন্তু বল হাতে ২ ওভারে ১১ রান দেওয়ার পর আর সুযোগ দেওয়া হয়নি তাঁকে এবং ব্যাট হাতেও মাত্র ৫রান করে আউট হয়ে যান স্টোইনিস। কাগিসো রাবাডার বল তাঁর গ্লাভসে লেগে উইকেটরক্ষক কুইন্টন ডি’ককের হাতে যায়। আউটের আবেদন করেন বোলার এবং উইকেটরক্ষক। কিন্তু মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো রিভিউয়ে দেখেন বল ব্যাটারের গ্লাভসে লেগে কিপারের হাতে যায় ও ক্যাচও ঠিক মতো ধরা হয়। ফলে তাঁকে আউট দিয়ে দেন তিনি। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত একেবারেই খুশি হননি স্টোইনিস। তাঁকে বিরক্ত হ্যে মাঠ ছাড়তে দেখা যায়। তবে আইসিসি-র নিয়ম নিয়ম অনুযায়ী, ব্যাটার তখনই আউট হবে যখন বল ব্যাট ধরে থাকা হাতের গ্লাভসের সঙ্গে লেগে থাকবে। কিন্তু এ ক্ষেত্রে সেটা ছিল না। তৃতীয় আম্পায়ারের মনে হয়েছে বল লাগা গ্লাভসটি ব্যাট ধরে রাখা হাতের গ্লাভসে লেগে ছিল। তাই আম্পায়ার স্টোইনিসকে আউট দিয়ে দেন।

You May Also Like