ইতিহাস গড়তে চলেছে বাংলা, মেট্রোর তরফে বড় খুশির খবর

1 min read

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার, চালু হতে চলেছে জলের তলা দিয়ে। শুধু কলকাতা মেট্রোর ইতিহাসেই নয়, ভারতেও এই প্রথম জলের তলা দিয়ে চলবে মেট্রো। স্বভাবতই মেট্রো কতৃপক্ষ থেকে সাধারণ মানুষ, সবার মধ্যেই উচ্ছ্বাস ছিলই। অবশেষে চলে এল সেই মাহেন্দ্রক্ষণ।

মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী রবিবার প্রথমবারের জন্য হবে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের ট্রায়াল। এই প্রথম পরীক্ষামূলক ভাবে জলের তলা দিয়ে গড়াবে ট্রেনের চাকা। গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশন কমপ্লেক্সের সঙ্গে পূর্ব তীরের আর্মেনিয়ান ঘাটকে যুক্ত করেছে এই ‘আন্ডারওয়াটার টানেল’। এখানেই আগামী রবিবার পরীক্ষা করা হবে মেট্রো রেলের। পরীক্ষামূলক দৌড়ের জন্য সল্টলেক ডিপো থেকে মেট্রোর রেকগুলিকে পূর্বমুখী টানেল দিয়ে হাওড়া ময়দান অবধি নিয়ে যাওয়া হবে।

কলকাতা মেট্রোর সূত্রে খবর, এই রুটে পরিষেবা চালু হলে হাওড়া স্টেশন বিশ্বের অন্যতম গভীরতম স্টেশনের তালিকায় নাম লেখাতে চলেছে। মাটির ৩০ মিটার গভীরে অবস্থিত হাওড়া স্টেশন। অন্যদিকে, এসপ্ল্যানেড স্টেশনটি নর্থ-সাউথ করিডরের সঙ্গে ইস্ট-ওয়েস্ট করিডরের ইন্টারচেঞ্জিং স্টেশন হবে। অর্থাৎ উভয় দিক থেকেই যাত্রীরা এখানে এসে ট্রেন পালটে অন্য দিকে যেতে পারবেন।

You May Also Like