অভিযোগের ভিত্তিতে এবার বিচারপতির বার্তা মুখ্যমন্ত্রীর কাছে

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে একজোটে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই।

কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির এক মামলার প্রেক্ষিতে সিবিআই জানায়, তদন্ত করতে গিয়ে অনেকে ক্ষেত্রে তাদের বাধা পেতে হচ্ছে। এরপরই রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

বাংলার নিয়োগ দুর্নীতির তদন্ত করা সিবিআই ও ইডি অফিসারদের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও অভিযোগ বা FIR রুজু করতে পারবে না। মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা বিচারপতির। অনুমতি ছাড়া কেউ সিবিআই এবং আধিকারিকের বিরুদ্ধে যেন কোন পদক্ষেপ না করে এই নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জাস্টিস গাঙ্গুলি।

You May Also Like