বিসিসিআই ও ADIDAS-এর মাল্টি-ইয়ার পার্টনারশিপ

1 min read

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও ADIDAS একটি নতুন পার্টনারশিপে আবদ্ধ হল। ADIDAS এবার বিসিসিআই-এর কিট স্পন্সর হচ্ছে। চুক্তি অনুসারে ২০২৮-এর মার্চ পর্যন্ত খেলার সবরকমের কিট তৈরির এক্সক্লুসিভ রাইট থাকবে ADIDAS-এর । একমাত্র ADIDAS সব ম্যাচ, ট্রেনিং ও ট্রাভেল উইয়্যার সরবরাহ করবে বিসিসিআই’কে, যার মধ্যে থাকবে মেন্স, উওমেন্স ও ইউথ টিমগুলিও। ২০২৩-এর জুন থেকে টিম ইন্ডিয়াকে প্রথম দেখা যাবে ‘থ্রি স্ট্রাইপস’-সহ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাগুলিতে তাদের নতুন কিট প্রথমবার সামনে আসবে।

বিসিসিআই ও ADIDAS-এর পার্টনারশিপের ফলে ইন্ডিয়ান ক্রিকেট খেলার মাঠে ও বাইরে এই স্পোর্টস ব্র্যান্ডের উদ্ভাবনী ডিজাইনে প্রতিফলিত হবে। বিশ্বের সেরা টিমগুলির ফুটওয়্যার ও অ্যাপারেল প্রস্তুতের ইতিহাস রয়েছে ADIDAS-এর ।

বিসিসিআই ও ADIDAS-এর নতুন পার্টনারশিপ ভারতের ক্রীড়াজগতে এই ব্র্যান্ডের উপস্থিতি আরও মজবুত করে তুলবে। মেন্স অ্যান্ড উওমেন্স ন্যাশনাল টিম ছাড়াও আডিডাস কিট সরবরাহ করবে ইন্ডিয়া ‘এ’ মেন্স অ্যান্ড উওমেন্স ন্যাশনাল টিম, ইন্ডিয়া ‘বি’ মেন্স অ্যান্ড উওমেন্স ন্যাশনাল টিম, ইন্ডিয়া ইউ-১৯ মেন্স অ্যান্ড উওমেন্স ন্যাশনাল টিম, তাদের কোচ ও কর্মীবাহিনীকে।

You May Also Like