Super EV- Simple ONE লঞ্চ করল Simple Energy

1 min read

ক্লিন এনার্জি স্টার্ট-আপ Simple Energy  তার প্রথম ইলেকট্রনিক 2-হুইলার- Super EV- Simple ONE লঞ্চ করল। যার প্রারম্ভিক মূল্যে ১,৫৮,০০০ টাকা। এর সাথে 750W-এর একটি চার্জারও রয়েছে।

বুকিং শুরু করার সাথেই অভূতপূর্ব সাড়া পেয়েছে Simple ONE।  ১৮ মাসে প্রায় এক লাখেরও বেশি বুকিং রেজিস্টার করেছে Simple ONE। উল্লেখ্য, অফিসিয়াল লঞ্চের সাথে    আগামী দিনে ডেলিভারি প্রক্রিয়াকে সহজতর করে তুলতে এখন থেকেই বেঙ্গালুরু থেকে পরিকল্পনা শুরু করেছে Simple Energy। শুধু তাই নয় Simple Energy-র লক্ষ হল- ১৬০-১৮০টি রিটেল শপ নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৪০-৫০টি শহরে তার উপস্থিতি বাড়ানো।    

বর্তমানে Simple ONE-এ ফিক্সড এবং রিমুভেবল (পোর্টেবল) ব্যাটারি ব্যবহার করা হয়েছে।  যা IDC-তে ২১২ কিলোমিটারের   রেঞ্জ প্রদান করবে। যা Simple ONE কে ভারতে দীর্ঘতম  রেঞ্জের E2W করে তুলেছে। বলাবাহুল্য, Simple ONE তার সেগমেন্টে সবচেয়ে দ্রুততম E2W। যা ০-৪০ কিমি প্রতি ঘণ্টায়  ২.৭৭ সেকেন্ডে স্প্রিন্ট করে। এছাড়া Simple ONE হল প্রথম ই-স্কুটার যাতে রয়েছে থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম।  যা Simple ONEকে অন্যান্য EV-র তুলানয় একটি আলাদা মর্যাদা প্রদান করে।        

You May Also Like