ট্র্যাক অ্যান্ড ফিল্ডের  তিরন্দাজিতে সেরা জ্যোতি-ওজস

1 min read

এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয়দের উজ্জ্বল পারফরম্যান্স অব্যাহত। বুধবার পুরুষদের ৪×১০০ মিটার রিলেতে এল সোনা। আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশকে নিয়ে গঠিত দল বাজিমাত করলেন। পাশাপাশি তিরন্দাজিতে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ভারতকে প্রথমবার সোনার মুখ দেখালেন ওজস দেওতালে ও জ্যোতি সুরেখা ভেনাম জুটি। হাড্ডাহাড্ডি ফাইনালে তাঁরা মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারালেন দক্ষিণ কোরিয়ার চেওন-জায়েহুন জুটিকে। সব মিলিয়ে ভারতের সংগ্রহ এখন ১৮টি সোনা সহ ৮১টি পদক, যা গেমসের ইতিহাসে দেশের সফলতম।

চলতি বছরেই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪×১০০ মিটার রিলেতে এশিয়ান রেকর্ড গড়েছিল ভারতের ছেলেরা। তবে ওই আসরে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড়েও অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল আনাসদের। এদিন অবশ্য কাতারকে পিছনে ফেলে জিতলেন সোনা। ভারতীয় দল সময় নিয়েছে ৩ মিনিট ১.৫৮ সেকেন্ড। তার আগে মহিলাদের ৪×১০০ রিলেতেও আসে পদক। ৩ মিনিট ২৭.৮৫ সেকেন্ডে দৌড়ে রুপো জেতেন ভিথিয়া রামরাজ, ঐশ্বর্য মিশ্র, প্রাচী ও শুভা ভেঙ্কটেশন। মহিলাদের ৮০০ মিটারে রুপো জিতেছেন হারমিলান বাইনস। এদিন ২ মিনিট ৩.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি।

চলতি এশিয়াডে ১৫০০ মিটারেও রুপো জিতেছিলেন হারমিলান। এছাড়া, ৫ হাজার মিটারে রুপো জিতেছেন অবিনাশ সাবলে। বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজি বিভাগে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল লাভলিনা বড়গোঁহাইকে। বক্সিংয়ে ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা।পুরুষদের স্কোয়াশের সিঙ্গলসে ফাইনালে পৌঁছলেন সৌরভ ঘোষাল। এদিন মাত্র ৩৩ মিনিটেই বাংলার তারকা উড়িয়ে দেন হংকংয়ের হেনরি লিয়ংকে। এছাড়া এদিন চীনকে হারিয়ে ব্রিজ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভারত। এই দলে রয়েছেন বাংলার সুমিত মুখোপাধ্যায়।

You May Also Like