আচমকাই কিয়েভ সফরে বাইডেন

0 min read

কোনো ঘোষণা ছাড়া আচমকাই বিধ্বস্ত ইউক্রেনে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ জানা গিয়েছে, আমেরিকার বায়ুসেনার একটি বোয়িং ৭৫৭ বিমানে চড়ে ইউক্রেনের উদ্দেশে পাড়ি দেন জো বাইডেন৷ তাঁর সঙ্গে ছিলেন দুই নিরাপত্তা কর্মী, চিকিৎসকদের একটি ছোট দল, ঘনিষ্ঠ কয়েক জন উপদেষ্টা এবং দু’জন সাংবাদিক।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছরের মাথায় এই প্রথম কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পরেই কিয়েভে আকস্মিক সফরে যান বাইডেন। বাইডেন আরও বলেন, ‘‘পুতিনের বিশ্বাস ছিল তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। আমার মনে হয় না, তিনি এখনও এমনটা ভাবছেন। ওঁর ভাবনা চিন্তা সম্পূর্ণই ভুল ছিল। এক বছর পর এর প্রমাণ এই কক্ষে সকলের সামনে। আজ আমরা এখানে একসঙ্গে দাঁড়িয়ে আছি।’’

বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ সফরে আসা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে৷ অন্যদিকে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, শীঘ্রই রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করে ইউক্রেনে সামরিক সহায়তার কথা ঘোষণা করবেন জো বাইডেন।

You May Also Like