ফের তাইওয়ানের আকাশে উড়তে দেখা গেল ৬টি চিনা চর বেলুন

1 min read

তাইওয়ানের আকাশে আবার চিনা বেলুন। আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে তারা তাইওয়ান প্রণালীর উপর দিয়ে ছয়টি রহস্যময় বেলুন উড়তে দেখেছে। এর মধ্যে একটি বেলুন দ্বীপরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে গিয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

মন্ত্রক বলেছে যে তারা চীনা সামরিক কার্যকলাপের উপর 24 ঘন্টা নজর রাখছে। ছয়টি বেলুনের মধ্যে মাত্র একটি তাইওয়ানের ওপর দিয়ে উড়েছে। অন্য পাঁচটি বেলুন উত্তর তাইওয়ান থেকে বেরিয়ে গেছে। দ্বীপরাষ্ট্রের মাটিতে উড়ে যায়নি। ধীরে ধীরে তারা পূর্ব আকাশে অদৃশ্য হয়ে যায়।

তাইওয়ান প্রণালী চিন ও তাইওয়ানের মধ্যে একটি অঘোষিত প্রাচীর হিসেবে কাজ করে। চীনের যুদ্ধবিমানকে প্রায়ই এর ওপর দিয়ে উড়তে দেখা যায়। ড্রোন, নজরদারি-বেলুনও নিয়মিত তার আকাশসীমায় প্রবেশ করে। তাইওয়ান বারবার চীনের দিকে আঙুল তুলেছে। তাদের দাবি, বেলুনের সাহায্যে তাদের দেশকে পর্যবেক্ষণ করছে চিন।

You May Also Like