নিয়ম নিয়ে বড় ঘোষণা

1 min read

পূর্ব ঘোষণা মতোই শুরু হয়ে সমাপ্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রত্যেক বছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর অনেক ঘটনার সাক্ষী থাকল। তবে উঠে এল বড় খবর।

সাধারণত ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বর পেলে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া যায়। জানা গেছে, যে সকল পরীক্ষার্থীরা স্কুল প্রজেক্ট জমা করেননি, তাদের যদি স্কুল থেকে নম্বর দেওয়া না হয়, তাহলে তাদের মাধ্যমিকে উত্তীর্ণ করা হবে না। সাধারণত ১০ নম্বর থাকে স্কুল প্রজেক্টে।

তবে যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন এবং স্কুল প্রজেক্ট জমা দিয়েছেন তাদের হয়ত পাশ করিয়ে দেওয়া হবে। এবার মাধ্যমিকে কোনও পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় যদি ১২-১৩ অথবা ১৪ নম্বর পায় তাহলে তাদের প্রজেক্ট এর নম্বর যোগ করে উত্তীর্ণ করিয়ে দেওয়া হতে পারে। যদিও বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে পরীক্ষকের উপর।

You May Also Like