কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

0 min read

দেশবাসীর কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে।

এবার উৎসবের আবহের ঠিক প্রাক্কালেই রেশন কার্ডের প্রসঙ্গে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। রেশন কার্ডের যাঁরা উপযুক্ত না হয়েও বিনামূল্যে চাল ও গমের সুবিধা নিচ্ছেন তাঁরা তাঁদের রেশন কার্ড স্যারেন্ডার করতে পারেন।

এই পরিষেবার উপযুক্ত না হয়েও কেউ যদি রেশন কার্ড স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে যাচাইয়ের পরে খাদ্য বিভাগের দল তাঁর রেশন কার্ড বাতিল করতে পারে। শুধু তাই নয়, এই ধরণের ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এই প্রসঙ্গে খাদ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, আপনার যদি ফ্ল্যাট বা বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে রেশন প্রকল্পের জন্য অযোগ্য।

You May Also Like