রাজ্যের শিক্ষকদের জন্য বড় ঘোষণা

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। যার মধ্যে শিক্ষক নিয়োগ অন্যতম। এই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে খুশি করবে শিক্ষকদের। সরকার শিক্ষকদের প্রমোশনের বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে।

মনে করা হচ্ছে সরকারের এই নতুন প্রমোশন নীতি খুব শীঘ্রই কার্যকর হবে। ইতিমধ্যেই ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা খতিয়ে দেখবে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে শিক্ষকদের প্রমোশন দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট কমিটির পক্ষ থেকে জমা দেওয়া হবে বিকাশ ভবনে।

নির্দিষ্ট কিছু মাপকাঠি তৈরি করা হয়েছে প্রমোশনের ক্ষেত্রে। যেমন একজন শিক্ষক স্কুলের শিক্ষামূলক ভ্রমণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, হেড এক্সামিনার হিসেবে ওই শিক্ষকের ভূমিকা কতটা, ক্লাসরুমে কেমন পড়ান, রুটিনের বাইরেও অতিরিক্ত ক্লাস নেন কিনা ইত্যাদি বিষয়ে বিশ্লেষণ করা হবে।

You May Also Like