শিক্ষার্থীদের জন্য বড়ো ঘোষণা

1 min read

বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এর ফলে এই দীর্ঘ সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমস্ত পড়াশোনা হয়ে গেছে অনলাইনেই। এর ফলে চাপ বাড়ছে শিক্ষার্থীদের ওপর। এবার তাদের কিছুটা চাপ মুক্ত করতে নয়া সিদ্ধান্ত সিলেবাস কমিটির। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস, জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস। কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।  

করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোটামুটি স্তিমিত হয়ে আসায় রাজ্যের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সকলের।

প্রসঙ্গত, এর আগেই আগামী মাধ্যমিকে সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২২-এ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ মাধ্যমিকের সিলেবাস কমানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাতটি আবশ্যিক বিষয় আছে, সেই সব বিষয়েই কমছে সিলেবাসের ভার। পাশাপাশি নম্বর বিভাজন কীভাবে হবে তারও তবে কবে, কীভাবে পরীক্ষা, তা এখনও স্পষ্ট নয়। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে পুজোর পর স্কুল খুলে দেওয়ার ভাবনা চিন্তাই রয়েছে রাজ্য সরকারের।

You May Also Like