আমেরিকার তরফে বড় উপহার ভারতকে

1 min read

এবার অগ্রগতির দিকে আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। বড় পদক্ষেপ, এবার ন্যাটো প্লাস-এ ভারতকে অন্তর্ভুক্ত করতে চেয়ে সুপারিশ করল মার্কিন কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের কমিটি। শীঘ্রই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে মার্কিন কংগ্রেসের কমিটির এমন সুপারিশে স্বাভাবিক ভাবে চাঞ্চল্য আন্তর্জাতিক মহল।

প্রসঙ্গত, ‘NATO Plus’ আদতে হল ‘NATO Plus 5’। ‘NATO’ ভুক্তদেশগুলির পাশাপাশি আরও পাঁচটি দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া তৈরি করে রাখাই এই সংস্থার প্রধান উদ্দেশ্য। এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, জাপান, ইজরায়েল এবং দক্ষিণ কোরিয়া। নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া আরও শক্তিশালী করতেই এই ন্যাটো প্লাস- র ভাবনা।

এবার সেই তালিকাতেই ভারতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখল মার্কিন কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের কমিটি। এর ফলে গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে গোয়েন্দাতথ্য কোনও ধরনের মসৃণভাবে দেওয়া নেওয়া করতে পারবে ভারত। অন্যান্য দেশগুলির সামরিক প্রযুক্তি আরও সহজেই ভারতের নাগালের মধ্যে চলে আসবে। উল্লেখ্য, গত ছয় বছর ধরে এই প্রস্তাব নিয়ে কাজ করছেন মার্কিনি-ভারতীয় রমেশ কাপুর। আর তাঁর মতে এইটি খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

You May Also Like