বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত সফর করতে পারে।

তবে, পূর্বের বন্দে ভারত গুলির তুলনায় এটি হবে কিছুটা আলাদা। কারণ, এবার আস্তে চলেছে বন্দে ভারতের নতুন রেক। যেখানে নীল-সাদার পরিবর্তে পরিলক্ষিত হবে গেরুয়া রং। জানা গিয়েছে, চেন্নাইয়ে স্থিত ICF-এ তৈরি নতুন এই বন্দে ভারত ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছে।

পাশাপাশি জানা গিয়েছে, আট কামরার ওই ট্রেনে একটি একজিকিউটিভ শ্রেণি রয়েছে। বাকি কামরাগুলি হল শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার। এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন যে, ‘‘ট্রেনটি কবে চালু হবে তা এখনও জানা যায়নি।’’ তবে, শীঘ্রই ট্রেনটির ট্রায়াল রান সম্পন্ন হতে পারে।

You May Also Like