বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভারত সরকারের পক্ষ থেকে অত্যন্ত সস্তায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেল স্টেশনেই মানুষজন পেয়ে যাবেন সস্তার এই খাদ্য সামগ্রীগুলি। ভারত সরকারের পক্ষ থেকে নূন্যতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়েছে খাদ্যশস্য, ডাল, মোটা দানার শস্য এবং মিলেটের। দেশের প্রত্যেকটি কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য গোটা ভারত জুড়ে চালু হয়েছে ক্রয় কর্মসূচি।

জানা যাচ্ছে প্রতিটি রেল স্টেশনে মোবাইল ভ্যানের মাধ্যমে ২৭.৫০ টাকা কেজি দরে কেন্দ্রের পক্ষ থেকে বিক্রি করা হবে গমের আটা। সরকার জানিয়েছে, ৮০০টি মোবাইল ভ্যান এবং ২০০০টিরও বেশি দোকানের সাহায্য নেওয়া হবে ভারত ব্র্যান্ডের আটা বিক্রি করার জন্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকার কম দামে বিক্রি করছে ডাল ও পেঁয়াজ।

You May Also Like