বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পুজো উপলক্ষে শিয়ালদা ডিভিশনে চলবে বিশেষ কিছু ট্রেন। দুর্গাপূজো স্পেশাল মোট ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলবে পুজোর কয়েক দিন।

পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছাড়বে এবং রানাঘাট-শিয়ালদা ছাড়বে লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে। শিয়ালদা-কল্যাণী লোকাল রাত ১ টা ৩০ মিনিটে ছাড়বে এবং রাত ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে শিয়ালদা-কল্যাণী লোকাল ছাড়বে।

শিয়ালদা-ডানকুনি লোকাল রাত ১১ টা ৩০ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে এবং ডানকুনি-শিয়ালদা লোকাল রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে রওনা দেবে। শিয়ালদা-বারুইপুর লোকাল স্পেশাল ট্রেন দুপুর ৩ টে ২০ মিনিটে, রাত ১২ টা ৩০ মিনিটে, রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুর-শিয়ালদা লোকাল বিকেল ৪ টে ৩৮ মিনিটে , রাত ১ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে।

You May Also Like