রাজ্য সরকারের তরফে বড় সুখবর

0 min read

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.‌ দেবী শেঠি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কলকাতায় বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে দেবী শেঠির হাসপাতাল নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমি দিল রাজ্য সরকার।

নারায়ণা হৃদয়ালয়া’‌কে রাজ্য সরকারের তরফ থেকে এই জমি দেওয়া হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে। এই চিকিৎসকের একটি হাসপাতাল ছিল কলকাতায় ইএম বাইপাসের ধারে। তারপর তিনি বাংলা ছেড়ে নারায়ানা হৃদয়ালয়ের মতো আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেন কর্নাটকে।

৭.‌২ একর জমি এবার পশ্চিমবঙ্গ সরকার দিল দেবী শেঠির নারায়ানা হৃদয়ালয়াকে। এই হাসপাতাল নির্মাণের পর চিকিৎসা পরিষেবা শুরু হলে রাজ্যে খুলে যাবে চিকিৎসার নতুন দিগন্ত।হাসপাতাল নির্মাণের কাজ আগামী ছয় মাসের মধ্যে শুরু হয়ে যাবে। এই প্রকল্পের কাজ শেষ হবে দু দফায়।

You May Also Like